বগুড়া সদর উপজেলা

কেমন কাটছে হিরো আলমের কারাগার জীবন!


আলোচিত মডেল-অভিনেতা হিরো আলম গত বৃহস্পতিবার থেকে বগুড়ার জেলা কারাগারে আটক রয়েছেন। সেখানে তাকে অন্য আসামিদের থেকে আলাদাভাবে রাখা হয়েছে। ভক্তদের বিড়ম্বনা এড়াতেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার মোকাম্মেল হোসেন।


কারাগারে হিরো আলম ভালো ও সুস্থ আছেন জানিয়ে আজ রোববার বগুড়ার জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, হিরো আলমকে সাধারণ হাজতিদের সঙ্গে ওয়ার্ডে রাখা হয়নি। তিনি ‘জনপ্রিয় ইউটিউব স্টার‘। তাই নিরাপত্তার কথা ভেবে ‘বিশেষ ব্যবস্থায়’ তাকে জেলের সেলে রাখা হয়েছে। কারাগারের সেলে থাকলেও হিরো আলম নিয়ম-কানুন মেনে চলছেন।


জেল সুপার আরও জানান, হিরো আলমকে গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কারাগারে আনা হয়। জেলের নিয়ম অনুযায়ী প্রথম দিন রাতের খাবার হিসেবে তাকে খিচুড়ি দেওয়া হয়েছিল। কারাগারের অন্য বন্দীদের মতো গতকাল শনিবার সকালে রুটি ও বুট, দুপুরে ভাত, ডাল ও সবজি এবং রাতে মাছ-ভাত খাওয়ানো হয়েছে তাকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button