বগুড়া সদর উপজেলা
বগুড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’- এ স্লোগানকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার ১০ মার্চ সকালে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। দুর্যোগ মোকাবেলায় সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদের নেতৃত্বে বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভিন্ন দুর্যোগ মোকাবিলার মহড়া প্রদর্শন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সিবিও নেতৃবৃন্দ, রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তাসহ র্যালি, আলোচনা সভা ও মহড়ায় অংশগ্রহণ করে।এরপর শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।