বগুড়া সদর উপজেলামাদ্রাসা

বগুড়া কারবালা মাদরাসার খতমে বুখারী

উত্তরবঙ্গের অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান; আল-জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম (কারবালা) মাদরাসার আগামী ১৬ই মার্চ ’১৯ ইংরেজি, রোজ বুধবার খতমে বোখারী অনুষ্ঠান। বুখারী শরীফের শেষ দরস প্রদান করবেন, মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান সাহেব যাত্রাবাড়ি মাদরাসার, ঢাকা।
আরও যারা উপস্থিত থাকবেন- বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস – ফকীহুল উম্মাহ আল্লামা আব্দুল হক আজাদ সাহেব। বগুড়া জামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুস সবুর সাহেব। বগুড়া জামিল মাদ্রাসার নায়েবে মুহতামিম- আল্লামা আব্দুল হক হক্কানী সাহেব। বগুড়া মোলামগাড়ী পীর সাহেব মাওলানা শামসুল আলম। আরও ওয়াজ করবেন দেশবরেন্য ওলামায়ে কেরামগণ।

এই বিভাগের অন্য খবর

Back to top button