শেরপুর উপজেলা

শেরপুরের বিশ্বসেরা শিক্ষিকা শাহনাজ পারভীন সরকারি সফরে মালয়েশিয়া গেছেন



পাঁচদিনের সরকারি সফরে মালয়েশিয়া গেলেন ‘বিশ্বসেরা শিক্ষক’ পুরস্কারপ্রাপ্ত বগুড়ার শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহনাজ পারভীন। গত ০৮মার্চ থেকে আগামি ১২মার্চ পর্যন্ত চলা আন্তর্জাতিক নারী স্কাউটিং সম্মেলনে অংশ নিতে সেখানে গেছেন তিনি। সম্মেলনে শেষে আগামি ১৪মার্চ দেশের উদ্দেশ্যে মালয়েশিয়া ত্যাগ করবেন এবং ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের সহকারি সচিব জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিক পত্রে এই তথ্য জানা যায়।


উল্লেখ্য: শিক্ষক শাহনাজ পারভীন নিজের পেশায় অনবদ্য ভূমিকা রাখার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষা অর্জনে অবদান রাখায় বিগত ২০১৭সালে ‘বিশ্বসেরা শিক্ষক’ (গ্লোবাল টিচার প্রাইজ) পুরস্কার পান। লন্ডনভিত্তিক ভারকি ফাউন্ডেশন বিশ্বে ও ১৭৯টি দেশ থেকে ২০হাজার আবেদনকারীর মধ্যে থেকে ৫০জনের তালিকা করেন। এরমধ্যে প্রথম বাংলাদেশী হিসেবে ‘বিশ্বসেরা শিক্ষক’ (গ্লোবাল টিচার) পুরস্কার পান শিক্ষক শাহনাজ পারভীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.