বগুড়ায় দেড় মন ওজনের এক মিষ্টি কুমড়ার মূল্য ১৫ হাজার টাকা
দেড় মন ওজনের এমনি একটি মিষ্টি কুমড়া দেখতে শত শত উৎসুক মানুষের ভিড়
বগুড়ার বাজারে একরকম অপ্রত্যাসিত ভাবে উঠতে শুরু করেছে বিশাল বিশাল আকারের মিষ্টি জাতের উচ্চ ফলনসিল কুমড়া। বিশাল বিশাল এই মিষ্টি কুমড়ার ওজন একেকটার ৩০ কেজি থেকে প্রায় ৫০ কেজি ওজন। চায়না থেকে আমদানি করা উচ্চ ফলনসিল কুমড়ার বীজ এরি মধ্য বগুড়ার বিভিন্ন এলাকায় পরীক্ষামূল ভাবে উৎপাদন করে সফলতার মুখ দেখতে পেয়েছেন কৃষকরা।গতকাল শনিবার বগুড়া শহরের পাইকারী বাজার রাজাবাজারের ’দয়াল ভান্ডার’ নামের একটি আড়ৎতে গিয়ে দেখা গেছে এরকম বিশাল বিশাল সাইজের কয়েকটি মিষ্টি লাউ। এর মধ্য একটি কুমড়ার ওজন ৪৬ কেজি অপরটির ওজন প্রায় ৪৫ কেটি। ইতিমধ্যই কয়েকটি কুমড়া আবারো বিক্রিও হয়ে গেছিল সেখানে।
বগুড়া সদরের কৈচড় বাজারে দেড় মন ওজনের এমনি একটি মিষ্টি কুমড়া দেখতে শত শত উৎসুক মানুষের ভিড় করে। ১নং ফাঁপোড় ইউনিয়নের চান্দাই গ্রামের কাচামাল ব্যবসায়ী এনামুল হক রাজু এই বিশাল আকৃতির কুমড়াটি ১৫ হাজার টাকায় ক্রয় করেছেন বলে জানান। তিনি জানিয়েছেন, নিজ এলাকায় এর বীজ ছড়িয়ে দিয়ে (২৫০-৩০০ পিছ বীজ) ১শত টাকা পিছ হিসেবে আনুমানিক ৩০ হাজার টাকা বিক্রি করবেন। তবে লাউটি দেখতে আসা আগ্রহীদের এ বীজ সংগ্রহ করতে আরো ৩/৪ দিন অপেক্ষা করতে হবে বলে জানান। কারণ হিসেবে তিনি বলেন,ব্যবসায়ীক লাভের কারণে বিভিন্ন এলাকায় প্রদশর্ণী করে এর বীজ বিক্রি করবেন তিনি। এতে তার বেশী মুনাফা হবে বলে মনে করেন তিনি।
Source: http://www.fns24.com