শাজাহানপুর উপজেলা

প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস বগুড়া’র ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

বগুড়ায় শাজাহানপুর উপজেলায় প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে

বগুড়ায় শাজাহানপুর উপজেলায় প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ এর ৪তলা বিশিষ্ট নতুন ভবন। সোমবার (১১ মার্চ) সকালে শাজাহানপুরের সাজাপুরে ‘প্রয়াস’ এর ৪তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল সাইফুল আলম, এসইউপি, এডব্লিউসি, পিএসসি ও জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া।

জানাগেছে, এই প্রকল্পে মোট ব্যয় হবে ৩৮ কোটি ৯১ লক্ষ টাকা। যার মধ্যে ৩১ কোটি ৫ লক্ষ টাকা সরকার প্রদত্ত ও ৭ কোটি ৮৬ লক্ষ টাকা প্রয়াস ব্যয় করবে। প্রয়াসের এই ভবনে ১২টি রুম বিশিষ্ঠ প্রশাসনিক ভবন, শিক্ষার্থীদের জন্য ৫০টি শ্রেণি কক্ষ, থেরাপি রুম ১৪টি, মাল্টিপারপাস হলরুম ১টি ও অন্যান্য রুম ১৫টি থাকবে। এই প্রকল্প আগামী ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হবে বলেও জানান তিনি। ‘প্রয়াস’ এর ৪তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে বিশেষ দোয়া করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button