বগুড়া সদর উপজেলাবিনোদন
ট্রেন্ডিং

হিরো আলমের জামিন না মঞ্জুর হয়েছে দায়রা আদালতে

স্ত্রী নির্যাতনের অভিযোগে গ্রেফতার আশরাফুল আলম ওরফে হিরো আলম (৩৫) এর জামিন আবেদন দায়রা আদালতে না মঞ্জুর হয়েছে। সোমবার বিকেলে হিরো আলমের পক্ষে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্রী নরেশ চন্দ্র সরকারের আদালতে বগুড়া বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন।

পুলিশ জানায়, যৌতুকের টাকা না পেয়ে হিরো আলম গত ৫ মার্চ দুপুরে তার স্ত্রী সাবিয়া আক্তার সুমিকে (৩০) মারপিট করেন। মারপিটের অভিযোগে গত ৬ মার্চ বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরেরদিন ৭ মার্চ বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদুর রহমান স্বপন। জামিন শুনানী শেষে বিচারক আহম্মেদ শাহরিয়ার তারিক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার বিকেলে আবারও হিরো আলমের পক্ষে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শ্রী নরেশ চন্দ্র সরকারের আদালতে বগুড়া বার সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.একেএম সাইফুল ইসলাম জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button