বগুড়া সদর উপজেলা
বগুড়ার কুখ্যাত পকেটমার নূরী সহ দুই জন গ্রেফতার
বগুড়ার কুখ্যাত পকেটমার নূরীসহ দুই জনকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। গতকাল রবিবার বগুড়া শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতনূরী বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার লিটনের স্ত্রী বলে জানা গেছে। অপর জন হলো একই এলাকার শহিদুলের ছেলে মিলন।
পুলিশ জানায় এরা দীর্ঘ দিন থেকে বগুড়া শহরের মার্কেট ও রাস্তার সাধারণ মানুষের পকেট মারতো। এদের পাল্লায় পড়ে অনেক মানুষ সর্বস্বন্ত হয়েছে। এছাড়াও মার্কেট এলাকাতে এরা মোবাইল চুরি করে থাকে এদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে।