বগুড়া সদর উপজেলা

জঙ্গী ও মাদককে নির্মুলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সর্বস্তরের মানুষকে এক সাথে কাজ করতে হবে

জঙ্গী ও মাদককে নির্মুলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে

সর্বস্তরের মানুষকে এক সাথে কাজ করতে হবে; বগুড়ায় পুলিশের আইজি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মুহা জাবেদ পাটোয়ারী বিপিএম,পিপিএম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে ২টি চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশকে নিরলস ভাবে কাজে করতে হবে। জিরো টলারেন্স ব্যবস্থায় জঙ্গীবাদ এবং মাদককে যে কোন মূল্য নির্মুল করতে প্রতিটি পুলিশ সদস্যকে কাজ করার আহবান জানান তিনি। তিনি এসময় মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন, পুলিশের একার পক্ষে মাদককে নির্মূল করা সম্ভব নয় এমন আশংকা প্রকাশ করে তিনি বলেন, মাদকের ভয়াবহতা রুখতে হলে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষকে স্ব স্ব অবস্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এক সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রধান মন্ত্রীর আহবানে সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সামাজিক যুদ্ধ চালিয়ে যেতে বাংলাদেশ পুলিশ এর অভিযানের পাশাপাশি প্রতিটি সচেতন নাগরিককে সামজে পরিবর্তনে এগিয়ে আসতে হবে। এসময় প্রধান অতিথি বেলুন প্লাকার্ড এবং পায়রা উড়িয়ে পুলিশ মহাসমাবেশ ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর প্রধান অতিথি বগুড়া পুলিশ লাইন্সের নব নির্মিত আধুনিক অস্ত্রাগারের ফলক উম্মোচন শেষে মুনাজাত করেন। এসময় তিনি সেখানে বেশ কয়েকটি গাছের চারা রোপন করেন । আয়োজনকে উপলক্ষ করে স্মরণকালের বর্নাঢ্য আয়োজনে সেজে ছিল বগুড়া পুলিশ লাইন্স। দিবসকে সামনে রেখে সর্বত্রই ছিল উৎসব মুখর পরিবেশ। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মুহা জাবেদ পাটোয়ারী বিপিএস, পিপিএম এর বগুড়ায় প্রথমবারের আগমন উপলক্ষে সর্বত্বই সাজ সাজ রবরব আয়োজন।সর্বত্বই উৎসবের পরিবেশ।
বগুড়ার পুলিশ সুপার মুহা: আলী আশরাফ ভূঞাঁ বিপিএম ও সদ্য পুলিশ সুপার পদে উন্নিত মুহা আরিফ মন্ডল বিপিএম পুলিশ সুপার মুহা: আব্দুল জলিল, পুলিশ সুপার মুহা মকবুল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী এর সার্বিক তত্বাবধানে গোটা আয়েজনকে সাফল্য মন্ডিত করতে বগুড়া জেলা পুলিশের প্রতিটি সদস্য সদস্যা নিরলস ভাবে কাজ করেন।
অনুষ্ঠানের মূল আয়োজনে ক্রীড়া অনুষ্ঠান, পুরুস্কার বিতরনী ও রাতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এসময দেশের বিশিষ্ট শিল্পীরা ছাড়াও পুলিশ পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button