শেরপুর উপজেলা
বগুড়ার শেরপুরে এবার ভুট্টার বাম্পার ফলন

বগুড়ার শেরপুরের ধুনটমোড় থেকে ৪ কিলোমিটার পূর্ব দিকে গেলেই শালফা গ্রাম। এই গ্রামের মধ্য দিয়ে ধুনট ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা যাওয়ার সড়ক। সড়কের দু’পাশে তাকালে দেখা যায় শুধু ভুট্টা আর ভুট্টা। এই দৃশ্য যেন সকলের নজর কাড়ে।
ভুট্টার চাষ ক্ষেতে এই শালফা গ্রামের কৃষকের মুখে এখন হাসি ফুটে উঠেছে। কারণ অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে কম পরিশ্রম ও ফলন ভাল হওয়ায় তারা অর্থের মুখ দেখতে শুরু করেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর শেরপুর উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫’শ ৮০ হেক্টর জমি। সেই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে অর্জন হয়েছে ২ হাজার ৬’শ ২০ হেক্টর জমি। যার বেশির ভাগ চাষ হয়েছে খানপুর ইউনিয়নের শালফা গ্রামে।