বগুড়া সদর উপজেলা
বগুড়ায় হয়ে গেলো বসন্ত ও প্রেমের কবিতা আবৃত্তি এবং শ্রুতি নাটক
বগুড়ায় বসন্ত ও প্রেমের কবিতায় মুগ্ধ শ্রোতারা। কণ্ঠাসাধন আবৃত্তি সংসদ, বগুড়ার আয়োজনে সোমবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের আবৃত্তি অনুষ্ঠান ‘সুন্দর আজ বড় নিরূপায়’ এবং শ্রুতি নাটক বসন্ত বউরী মঞ্চায়ন হয়। বসন্ত ও প্রেমের কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী রাকিব জুয়েল, সালতানাৎ সুপ্ত, রায়হানা তাবাস্সুম উত্তমা, জান্নাতুল ফেরদৌস তৃষা। আবৃত্তি অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে রাখে। আবৃত্তি অনুষ্ঠানের পর শ্রুতি নাটক ‘বসন্ত বউরি’ পরিবেশন করেন কণ্ঠসাধনের সদস্যরা। শ্রুতি নাটকে অংশ নেন কনক কুমার পাল অলক, ফারজানা নাঈম, জান্নাতুল ফেরদৌস তৃষা, প্রতত সিদ্দিক ও শহীদুর রহমান। নাটকটি রচনা করেছেন নিরূপ মিত্র, নির্দেশনা করেছেন কনক কুমার পাল অলক। প্রতিবছর ‘সুন্দর আজ বড় নিরূপায়’- অনুষ্ঠানটি আয়োজনের মধ্যদিয়ে কণ্ঠসাধন আবৃত্তি সংসদ, বগুড়া কবিতায় ধারণ করতে চায় সেই সময়কে। আর সে কারণেই এবারের বিষয় নির্ধারণ করা হয়েছিলো বসন্ত ও প্রেম। বসন্ত এবং ভালোবাসার প্রায় ২০টি কবিতা আবৃত্তি করেন শিল্পীরা।