বর্নাঢ্য আয়োজনের সাজে বগুড়া পুলিশ লাইন্স

বর্নাঢ্য আয়োজনে সেজেছে বগুড়া পুলিশ লাইনস। আয়োজনের সাজ লেগেছে আশ পাশের এলাকায়। প্রস্তুতি লগ্নে রাতে গোটা পুলিশ লাইনস জমকালো আলোকসাজে ঝলমল করছে। মঙ্গলবার পুলিশের বার্ষিক ক্রীড়া ও পুলিশের মহাসমাবেশকে উপলক্ষ করে বিশেষ আয়োজনের ধারাকে আরো কয়েকগুন বাড়িয়ে তুলেছে অনুষ্ঠানের মধ্যমনি হিসাবে থাকছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মুহা: জাবেদ পাটোয়ারী বিপিএস, পিপিএম। সব কিছুতেই যেন একটু বাড়তি আয়োজন।
অনুষ্ঠানের তদারকিতে বগুড়ার পুলিশ সুপার মুহা: আলী আশরাফ ভূঞাঁ এখন নিন্দ্রা বিহীন। তাকে সর্বদাই সহযোগিতা করে পাশে রয়েছেন সদ্য পদন্নতি প্রাপ্ত কয়েকজন পুলিশ সুপার ও অন্যরা। তাদের মধ্য রয়েছেন পুলিশ সুপার মুহা: আরিফ মন্ডল বিপিএম পুলিশ সুপার মুহা: আব্দুল জলিল, মুহা: মকবুল হোসেন । দিনটি উপলক্ষে গোটা বগুড়া পুলিশ লাইন্স রাতের বেলাতেও মনে হচ্ছে দিনের আলো ছড়াচ্ছে । প্রথমবারের মত প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মুহা: জাবেদ পাটোয়ারী বিপিএস, পিপিএম এর বগুড়া পুলিশ লাইন্সে আগমন উপলক্ষে তাকে লাল গালিচা সম্বর্ধনার আয়োজন চলছে। আলোক ঝলমল রুপসজ্জায় সেজেছে বগুড়া পুলিশ লাইন্স।