বগুড়া সদর উপজেলা

বগুড়ার সাবেক ডিসি নূরে আলম সিদ্দিকীর হার্টে রিং পড়ানো হয়েছে



বগুড়ার সাবেক জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব নূরে আলম সিদ্দিকী অসুস্থ হয়ে ঢাকার ধানমণ্ডিতে বেসরকারি হাসপাতাল ‘ল্যাব এইড ‘-এ ভর্তি হয়েছেন। শনিবার রাতে বুকে ব্যাথা অনুভব করলে তাকে সেখানে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। সোমবার তার হার্টে রিং পড়ানো হয়।


নূরে আলম সিদ্দিকী ২০১৭ সালের ১৪ জুন বগুড়ার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। প্রায় পনের মাসের দায়িত্বপালনকালে তিনি জেলার সব শ্রেণি- পেশার মানুষ বিশেষত তরুণদের আস্থা অর্জন করেছিলেন। মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী এবং সাংস্কৃতিক অঙ্গনের লোকজনের সঙ্গে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল।২০১৮ সালের ৯ সেপ্টেম্বর তাকে স্বাস্থ্যমন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে উপ-সচিব হিসেবে বদলী করা হয়। ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলে নূরে আলম সিদ্দিকীকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।


নূরে আলম সিদ্দিকীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে বগুড়াসীর দোয়া কামনা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button