বগুড়া সদর উপজেলা

ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসে বগুড়ায় ২৩ জন নির্বাচিত


বুধবার দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আকিজ ফুড এন্ড বেভারেজের (এএফবিএল) উদ্যোগেফ্রুটিকা ইসলামিক জিনিয়াসে বগুড়ায় প্রাথমিকভাবে ২৩ জন নির্বাচিত হয়েছে। বগুড়ায় প্রাথমিক বাছাইয়ে ২৩ জন প্রতিযোগী নির্বাচিত করা হয়, যাদের মধ্য থেকে আবারো প্রতিযোগিতার নিয়ম অনুযায়ি সেরা ছয়জন ঢাকায় চুড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহণ করবে।
নবীণ শিক্ষার্থীদের মাঝে ইসলামী আদর্শ তৈরি, মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয় এবং মাদ্রাসার ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা ক্বিরাত, ইসলামিক জ্ঞান, হামদ-নাত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
শিশুদের মাঝে শুদ্ধ ইসলামিক মানবিক মূল্যবোধ বিকাশ ও জাগ্রত করার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে নবীন শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে ধর্মীয় বিষয়ে নিজেদের পারদর্শী হিসেবে গড়ে তুলতে পারবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button