বগুড়া সদর উপজেলা
বগুড়ায় এসওএস হারম্যান মেইনার কলেজের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী
বগুড়ায় এসওএস হারম্যান মেইনার কলেজের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান বগুড়া এসওএস শিশুপল্লী পরিচালক আতিকুর রহমানের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ স্বপন কুমার ঘোষের স্বাগত বক্তব্যে মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তিনি বলেন, প্রফেসর হারম্যার মেইনার ১৯৪৯ সনে অষ্টিয়ার ইমস্টে প্রথম এসওএস শিশুপল্লী প্রতিষ্ঠা করেন এবং শিশুপল্লীর শিশুদের ও আশেপাশের এলাকার শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা প্রদানের নিমিত্তে এসওএস হারম্যান মেইনার কলেজ প্রতিষ্ঠিত হয়।
বুধবার উক্ত প্রতিষ্ঠানের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে কেক কর্তন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো: ফয়েজ আহাম্মদ। কেক কর্তনের পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সবাইকে হারম্যান মেইনার এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ তথা জাতির সেবায় একযোগে কাজ করার কথা বলেন। শিক্ষার্থীদেরকে পড়াশুনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহনের আহবান জানান।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে দলীয় নাচ ও গান পরিবেশন করা হয়।