বগুড়ার ইতিহাস

বগুড়া জেলার কাহালু উপজেলার মরহুম কবি, গল্পকার, সম্পাদক আন্ওয়ার আহম্মদ



মরহুম আন্ওয়ার আহমদ ১৩ মার্চ ১৯৪১ খ্রিষ্টাব্দে বগুড়া জেলার কাহালু উপজেলাধীন মুরইল গ্রামে জন্মগ্রহন করেন। সাহিত্যিক আনওয়ার আহমদ তাহাঁর স্মৃতি চারনে লিখেছেন: জীবন শুরুর প্রথম পর্ব খন্ড খন্ড হয়ে কেটেছে বগুড়া হতে ছয় মাইল পশ্চিমে বিষ্ণুপুর গ্রামে এবং বগুড়া শহরে কখনো পিতৃ কর্মস্থল ঠাকুরগাঁও, আবার কখনো হাজার মাইল দূরে করাচীতে। এর পর ১৯৫১ খ্রিষ্টাব্দে থেকে ১৯৫৯ পর্যন্ত কলকাতায়।

কবি, গল্পকার, সম্পাদকঃসম্পাদিত কাগজঃ কিছুধ্বনি (কবিতাপত্র/ প্রথম প্রকাশ: ১৯৬৬)। রূপম (গল্পপত্র/প্রথম প্রকাশ :১৯৬৫), সাহিত্য সাময়িকী (সাহিত্যপত্র/১৯৮৫)।
প্রকাশিত কাব্যগ্রন্থ : রিলকের গোলাপ (১৯৮৭), মানবসম্মত বিরোধ (১৯৯২), নীল কষ্টের ডাক, নির্মাণে আছি, অঙ্গ তোমার কাব্য করে, ঊনষাটের পদাবলী, উড়ো খই গোবিন্দ নমঃ।
প্রকাশিত গল্পগ্রন্থ : অন্ধকারের সীমানা, সতর্ক প্রহরা, অন্ধ-অন্ধকার।
মরহুম কবি, গল্পকার, সম্পাদক আন্ওয়ার আহম্মদ-এর কিছু লেখাঃ
রিলকের গোলাপআন্ওয়ার আহমদ
আমার শয্যায় শুয়ে আছি যেন নষ্ট শবদেহঅন্ধকার শুষে নিচ্ছে আমার শরীর।যেন সদ্য ট্রাক চাপা জীবন্ত মানুষরয়ে গেছে অবশিষ্ট প্রাণঅথবা কাঁচায় বিদ্ধ কবি আমিরিলকের গোলাপ এ হাতে।
গোলাপ ছিঁড়তে গিয়ে বেঁধে শুধু কাঁটার সন্ত্রাসকাঁটার আফিম শুধু ঢেকে দেয়আমার গোলাপী আর্তনাদ।
যদিও রয়েছি পড়ে অকাল মূর্ছায়যদিও রয়েছে আজো কাঁটার প্রাচীরতবুও গোলাপ ভালোবাসি।
তিনি ২৪ ডিসেম্বর ২০০৩ খ্রিষ্টাব্দে ঢাকায় মৃত্যুবরন করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button