বগুড়া সদর উপজেলা
বগুড়ায় বিশ্ব কিডনি দিবস পালন
‘সুস্থ কিডনি, সবার জন্য- সর্বত্র’’ এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় নানা আয়োজনে পালিত হলো বিশ্ব কিডনি দিবস। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৯টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের কিডনি রোগ বিভাগের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগে: জেনারেল গোলাম রসুল। বক্তব্য রাখেন কলেজের উপ-পরিচালক ডা: মুসা আল মানসুর, কিডনি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ আ.ন.ম. এহসানুল করিম, শিশু বিভাগের প্রধান ডা: এমদাদুল হক, কিডনি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ স্বপনকুমার সাহা।
সভায় বক্তারা বলেন, আমাদের দেশে দিন দিন কিডনি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশে দুই কোটি নারী, পুরুষ ও শিশু বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। কিডনি বিকল রোগীদের নিয়মিত ডায়ালাইসিস কিংবা কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে বেঁচে থাকতে হয়। ডায়ালাইসিস ব্যয়বহুল, তবে সরকারী হাসপাতালে স্বল্পমূল্যে সেবা প্রদান করা হচ্ছে। রোগী বেশি হওয়ায় সেবার পরিধি আরও বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার।
বক্তারা আরও বলেন, কিডনি রোগ একটি পরিবারের সারাজীবনের কান্না। এজন্য এ রোগ সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের জীবন শৈলী পরিবর্তন করতে হবে। নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে হবে। কিডনি নিরাপদ রাখতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নাই। এজন্য নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রন, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণসহ ব্যাথানাশক ও এ্যান্টিবায়োটিক ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে। সভা শেষে বর্ণাঢ্য র্যালি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।