খেলাধুলা

দেশে ফেরায় খুশি মুশফিকুর রহিমের বাবা হামিদুর রহমান তারা


মুশফিকুর রহিমের বাবা হামিদুর রহমান বলেন, ‘কাল থেকে অশান্তিতে ছিলাম। ও (মুশফিক) আমাদেরকে পৌনে আটটার দিকে ফোন দিয়েছিলো। তখন ওর কথা আমি বুঝতেছিলাম না, তাকে চিনতে পারি নাই। সে রীতিমত কাঁপতেছিলো এবং কান্না করতেছিলো। এখন সে স্বাভাবিক। আমি ওর মা আজকে বগুড়া থেকে ঢাকায় এসেছি।’


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় প্রিয় সন্তান অক্ষত অবস্থায় দেশে ফেরায় দারুণ খুশি মুশফিকুর রহিমের বাবা হামিদুর রহমান। পুরো দল নিরাপদে দেশে ফেরায় সৃস্টি কর্তার কাছে কৃতজ্ঞতা জানান মুশির বাবা। আর শিষ্যদের এ ধরনের ভয়াবহ ঘটনা থেকে রক্ষায় স্বস্তি হেডকোচ স্টিভ রোডসের।

এই বিভাগের অন্য খবর

Back to top button