বইসোনাতলা উপজেলা

বগুড়ার সোনাতলা উপজেলায় দেখা মিলল তিন চাকার ভ্রাম্যমাণ লাইব্রেরি

যমুনার তীরবর্তী বগুড়ার সোনাতলা উপজেলা । সেখানে ২০১৩ সালে দ্য অলটারনেটিভ ইয়ুথ ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন কয়েকজন শিক্ষিত যুবক। সংগঠনটি সামাজিক সচেতনতামূলক কাজ শুরুর অংশ হিসেবে ২০১৪ সালে শিক্ষার্থীদের মধ্যে পড়ার অভ্যাস গড়তে ‘উজ্জীবন পাঠগৃহ’ নামে পাঠাগার গড়ে তোলে।

পাঠাগারটি সোনাতলার পিটিআই মোড়ে অবস্থিত। শুরুতে তেমন সাড়া না পেয়ে বিকল্প হিসেবে তিন চাকার ভ্রাম্যমাণ লাইব্রেরি গড়ার চিন্তা মাথায় আসে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আবু মান্নাফ সৈকতের। সেখান থেকে তিন চাকার ভ্রাম্যমাণ লাইব্রেরির যাত্রা শুরু। লাইব্রেরির ভাবনা মাথায় আসা মান্নাফ সৈকত দেশের বাইরে থাকেন। বন্ধু রাশেদুজ্জামান রনসহ আরও কয়েকজন তখন থেকেই ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে জ্ঞান বিলাচ্ছেন। ভ্যানচালকসহ ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে জড়িত সবাই শিক্ষিত যুবক ।

বিভিন্ন কলেজে পড়াশোনার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে জ্ঞান বিলাচ্ছেন এঁরা। শুরুর দিকে শিক্ষাপ্রতিষ্ঠানে তিন চাকার ভ্রাম্যমাণ লাইব্রেরি দেখলেই শিক্ষার্থীরা কৌতূহলী হয়ে ওঠে। দিন দিন বই পড়া শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ভ্রাম্যমাণ লাইব্রেরির পাশাপাশি দ্য অলটারনেটিভ ইয়ুথ ফোরাম বৃক্ষরোপণ, বিনা মূল্যে রক্ত পরীক্ষা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কাজ করে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button