বগুড়ার ইতিহাস

বগুড়া জেলার শিবগঞ্জ এর প্রাক্তন মন্ত্রী, শহীদ ফজলুল বারী



জনাব ফজলুল বারী ১ জানুয়ারি ১৯২২ খ্রিষ্টাব্দে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন চাঁদনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহাঁর পিতা মরহুম মৌলবী ময়েজ উদ্দিন। তিনি তাহাঁর পিতা-মাতার তৃতীয় সন্তান।


জনাব ফজলুল বারী বগুড়া জিলা স্কুলে ভর্তির মাধ্যমে তিনি তাহাঁর প্রাথমিক শিক্ষা শুরু করেন। তিনি ১৯৩৯ খ্রিষ্টাব্দে এই প্রতিষ্ঠান হতে কৃতিত্বে সহিত ম্যাট্রিকুলেশন পাশ করেন। তিনি ১৯৪৫ খ্রিষ্টাব্দে স্নাতক ডিগ্রী লাভ করেন।


রাজনৈতিক জীবনঃ ছাত্র জীবন (১৯৩৭) হতেই ফজলুল বারী ছাত্র আন্দোলনের সহিত সম্পৃক্ত হন। ছাত্র জীবনে তিনি নিখিল ভারতবঙ্গ মুসলিম ছাত্র লীগের সহ-সম্পাদক ছিলেন। ১৯৪২ খ্রিষ্টাব্দে তিনি মুসলিম লীগে যোগদান করেন এবং তৎকালীন সময়ে বগুড়া জেলা মুসলিম লীগের অন্যতম নীতি নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মরহুম ফজলুল বারী, ১৯৪৩ খ্রিষ্টাব্দ হতে পাকিস্থান প্রতিষ্ঠার পূর্ব সময় পর্যন্ত নিখিলবঙ্গ ও নিখিল ভারত মুসলিম লীগের কাউন্সিল সদস্য ছিলেন।


“১৯৪৩ খ্রিষ্টাব্দে তৎকালীন মুসলিম লীগ রাজনৈতিক প্রচার এবং পাকিস্থান আন্দোলনকে অর্থবহ ও বেগবান করার উদ্দেশ্যে ঢাকা থেকে “পাক্ষিক পাকিস্থান”পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকাটির প্রথম সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।


মরহুম ফজলুল বারী, ১৯৪৬-১৯৪৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত মুসলিম ন্যাসনাল গার্ড-এর সম্পাদক এবং অন্যতম সংগঠক ছিলেন।


কর্মজীবনঃমরহুম ফজলুল বারী ১৯৫৩-১৯৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত তৎকালীন বগুড়া জেলা বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ১৯৫৮-১৯৬৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত বগুড়া জেলা কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬২ খ্রিষ্টাব্দে পূর্বপাকিস্থান আইন পরিষদের সদস্য এবং পরবর্তী সময়ে পার্লামেন্টারি সেক্রেটারি পদে নিযুক্ত হন।


মরহুম ফজলুল বারী ১৯৬৪ খ্রিষ্টাব্দে প্রাদেশিক রাজস্ব, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী নিযুক্ত হন। তিনি ১৯৬৫ খ্রিষ্টাব্দে সাস্থ্য,শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী নিযুক্ত হন।


মরহুম ফজলুল বারী ২৭ মার্চ ১৯৭১ খ্রিষ্টাব্দে বগুড়ায় তাহাঁর বাসভবনে পাকিস্থানি সৈনবাহিনীর গুলিতে শহীদ হন।

তথ্য সংগ্রহেঃ গোলাম জাকারিয়া কনক।

এই বিভাগের অন্য খবর

Back to top button