বিশ্বের সেরা ১০০ খেলোয়াড়ের তালিকায় মুশফিকুর রহিম

ক্রীড়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটার সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তিনটি বিষয় বিবেচনা করে এই তালিকা তৈরি করে ইএসপিএন। প্রায় ৮০০ খেলোয়াড়দের তালিকা থেকে সেরা ১০০ বাছাই করা হয়েছে। গুগলে ওই খেলোয়াড়দের খোঁজার সংখ্যা, সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ার সংখ্যা ও বিভিন্ন বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়। আর এই ৩টি বিষয় মিলিয়ে তালিকার শীর্ষে আছেন জুভেন্টাসের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেবরন জেমস। আর তৃতীয় স্থানে আছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
বাংলাদেশের সাকিব, মুশফিক, মাশরাফি ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০০ খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়েছেন মূলত নিজেদের খেলোয়াড়ী দক্ষতার কারণে। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে সাকিবের প্রতিবাদী আচরণের কথা তুলে ধরা হয়েছে ইএসপিএনের প্রতিবেদনে। নিদাহাস ট্রফির মুশফিকের সেই বিখ্যাত নাগিন ডান্সের কথা বলা হয়েছে। এছাড়া এশিয়া কাপে মাশরাফির অসাধারণ অধিনায়কত্বের কথা তুলে ধরা হয়েছে।
পুরো তালিকা দেখতে এই লিংকে প্রবেশ করুনঃ http://www.espn.com/espn/feature/story/_/id/26113613/espn-world-fame-100-2019