বগুড়ার ইতিহাস

বগুড়া নবাব বাড়ি প্যালেস মিউজিয়াম-এর দেয়ালে খোদাইকৃত নওয়াবী মনোগ্রাম

জানা যায়, বগুড়া জেলার একমাত্র নওবাব মরহুম আব্দুস সুবাহান চৌধুরী বগুড়ায় অনেক সমাজ-সেবামুলক কর্মকান্ডে অংশগ্রহণের কারনে তিনি ব্রিটিশ সরকারের কর্তৃক নওয়াব উপাধি লাভ করেন।
মরহুম আব্দুস সুবাহান চৌধুরী নওয়াবী উপাধি লাভ করিবার দরুন ব্রিটিশ সরকার কর্তৃক তাহাঁকে এই মনোগ্রাম প্রদান করেন।
এই মনোগ্রাম খানির প্রতিকৃতি নওয়াব মরহুম আব্দুস সুবাহান চৌধুরী প্রশাসনিক কাজে সিলমোহর হিসেবে ব্যাবহার করিতেন।
তথ্যসংগ্রহেঃ গোলাম জাকারিয়া কনক

এই বিভাগের অন্য খবর

Back to top button