বগুড়া সদর উপজেলা

আগামী ২৩শে মার্চ শনিবার বগুড়া জামিল মাদ্রাসার খতমে বুখারী; উপস্থিত থাকবেন দেওবন্দের মুহতামিম


উত্তরবঙ্গের বৃহত্তম দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া ক্বাসেমুল উলুম (জামিল)মাদ্রাসা বগুড়ায় আগামী ২৩শে মার্চ শনিবার বাদ যোহর মাদ্রাসা ময়দানে খতমে বোখারী অনুষ্ঠিত হবে।


খতমে বুখারীতে জামিয়া ইসলামিয়া ক্বাসেমুল উলুম বগুড়া জামিল মাদ্রাসার মুহতামিম মাওলানা আরশাদ রহমানী এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- ভারতের দারুল উলুম দেওবন্দের মোহতামিম, আল্লামা আবুল কাসেম নুমানী সাহেব দাঃবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ।
এতে হাদীস শাস্ত্রের সর্বনির্ভরযোগ্য গ্রন্থ বুখারী শরীফের শেষ হাদিসের দরস প্রদান ও বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত এবং দুআ পরিচালনা করবেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মোহতামিম আল্লামা আবুল কাসেম নুমানী সাহেব দাঃবা। এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরামগন উপস্থিত থাকবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button