কলেজবগুড়া সদর উপজেলাবগুড়ার ইতিহাস
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট,বগুড়া
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইন্সটিটিউটটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
ইতিহাসঃ ১৯৫৫ সালে ফোর্ড ফাউন্ডেশন ঢাকা, রংপুর, সিলেট, পাবনা ও বরিশাল এই পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করে। শুরুতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির পাঠ্যক্রমানুসারে ৩ বছর মেয়াদি কোর্স দেওয়া হতো। যুক্তরাষ্ট্রে বিজ্ঞান কোর্সে প্রকৌশলে স্নাতককারী কর্তৃক বিধান রেখে তৎকালীন কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হত।
ডিপার্টমেন্ট এবং আসনসংখ্যাঃ
একাডেমিক টেকনোলজিসমূহের মধ্যে রয়েছে:০১. সিভিল – ২৪০০২. ইলেকট্রিক্যাল- ২৪০০৩. কম্পিউটার – ১২০০৪. মেকানিক্যাল – ২৪০০৫. পাওয়ার – ১২০০৬. রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং – ১২০০৭. ইলেকট্রনিক্স – ১২০০৮. মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজি – ১২০ ০৯. ০৯. হসপিটালিটি অ্যান্ড টুরিজ্যম ম্যানেজমেন্ট-১২০