বগুড়ায় থাকাবগুড়ার ইতিহাস
কেন্দ্রীয় এডওয়ার্ড লাইব্রেরী, বগুড়া
বগুড়ার একমাত্র নবাব মরহুম আব্দুস সুবাহান চৌধুরীর প্রচেষ্টায় ফেব্রুয়ারি ১৯০৮ খ্রিষ্টাব্দে পার্ক মধ্যস্থ স্থানে কেন্দ্রীয় এডওয়ার্ড লাইব্রেরী বগুড়া,স্থাপিত হয়।
পরবর্তী সময়ে নবাবজাদা মরহুম আলতাফ হোসেন চৌধুরী এবং কাকিনার মহারাজা জনৈক সাহেব প্রতিষ্ঠানটির শ্রীবৃদ্ধির জন্য মুক্ত হস্তে অর্থ এবং পুথি পুস্তক দান করেন।
প্রতিষ্ঠারর প্রাথমিক অবস্থায় উক্ত লাইব্রেরীতে অনেক অমুল্য ও প্রাচীন, প্রামাণ্য গ্রন্থ ছিল বলিয়া জানা যায়। দেশ বিভাগের পর হইতে রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ অমুল্য ও প্রাচীন, প্রামাণ্য গ্রন্থ সংরক্ষন করা সম্ভব হয় নাই।
বর্তমানে কেন্দ্রীয় এডওয়ার্ড লাইব্রেরীতে প্রায় সহস্রাধিক বই রয়েছে। বগুড়া জেলার ইতিহাস লেখক শ্রীযুক্ত প্রভাস চন্দ্র রায়ের “বগুড়ার ইতিহাস” এখানে রক্ষিত আছে।
তথ্যসুত্র:
১. বগুড়া ইতিহাস – শ্রীযুক্ত প্রভাস চন্দ্র সেন
২. বগুড়া ইতিকাহিনী- কাজি মোহাম্মদ মিছের।