বগুড়ার ইতিহাস
বগুড়ার বিখ্যাত ডাক্টার মরহুম ডাঃ আফাজ উল্লাহ সরকার সাহেবের জীবন চরিতঃ (আংশিক)
মরহুম ডাঃ আফাজ উল্লাহ সরকার সাহেব ১৯১২ খ্রিষ্টাব্দে বগুড়া জেলার সদর শাহজাহানপুর উপজেলাধীন ফুলকোট গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। পিতাঃ মরহুম দরবেশ উল্লাহ সরকার।
দেশখ্যাত রহস্য সিরিজ রচয়িতা মরহুমা রোমেনা আফাজ ছিলেন তাহাঁর সহধর্মিণী এবং বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ও বিশিষ্ট লেখক মরহুম লুৎফর রহমান সরকার ছিলেন তাহাঁর ভাতিজা।
শিক্ষাজীবনঃবগুড়া জিলা স্কুলে ভর্তির মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেন। স্কুল জীবনে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় সমাজসেবামুলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন। পরবর্তী সময়ে তিনি বগুড়া জিলা স্কুল থেকে ১৯২৮ খ্রিস্টাব্দে কৃতিত্বের সহিত ম্যাট্রিকুলেশন পাশ করেন।
মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে তিনি বগুড়া আজিজুল হক কলেজে ভর্তি হন এবং উক্ত কলেজ হতে ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি কৃতিত্বের সহিত আই এস সি পাশ করেন। অতঃপর তিনি কলকাতা ম্যাডিক্যাল কলেজে ভর্তি হন এবং ১৯৪০ খ্রিস্টাব্দে চিকিৎসা শাস্ত্রে তৎকালীন সময়ের এম.বি ডিগ্রি লাভ করেন। এম.বি ডিগ্রি লাভ করিবার পর তিনি বগুড়ায় ফিরে আসেন এবং নিজেকে চিকিৎসা পেশার পাশাপাশি সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করেন।
সমাজসেবাঃবগুড়া জেলায় শিক্ষা সম্প্রসারণে তাহাঁর অবদান সামাজিকভাবে স্বীকৃত। ডেমাজানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে তাহাঁর বিশেষ পরিচিতি ও সন্মান রয়েছে। তাছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (নাগর সিনিয়র মাদ্রাসা, নাগর হাট মাসবাড়ি উচ্চ বিদ্যালয়, বগুড়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়, বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজ) ম্যানেজিং কমেটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তিনি বিভিন্ন সমাজ সেবামুলক (দি ইয়ংম্যান মুসলিম এসোসিয়েশন, বগুড়া জেলা ম্যাডিক্যাল এসোসিয়েশন, জেলাবোর্ড এডুকেশন কমেটি, দি নাগর ইউনাইটেড উন্নয়ন সমিতি, দক্ষিণ বগুড়া জনজাগরন সমেতি) ইত্যাদিতে গুরুত্বপুন পদে থেকে সমাজসেবা মুলক কাজে অবদান রাখেন।
সাহিত্য সাধনাঃচিকিৎসাসেবা এবং সমাজ সেবার পাশাপাশি তিনি সাহিত্য ক্ষেত্রে অবদান রাখেন। তাহাঁর উল্লেখযোগ্য গ্রন্থ লালশাড়ি (উপন্যাস), বিশ্বনবী সমন্ধে অমুসলিম মনিষীদের বানী (যৌথ), দক্ষিণ বগুড়া জনসাধারনের পটভূমি।
তিনি ১ আগস্ট ১৯৯৪ খ্রিষ্টাব্দে মৃত্যুবরন করেন।
তথ্যসংগ্রহঃ গোলাম জাকারিয়া কনক।