আদমদিঘী উপজেলা
আদমদীঘি উপজেলায় ৯ বছরের মেয়ে শিশুকে ধর্ষণেরচেষ্টা

বগুড়ার আদমদীঘি উপজেলায় ৯ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার রবিউল ইসলাম (২১) নামের যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বগুড়ার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলা সদরের ৯ বছরের ওই শিশুকে একই গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই শিশুর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসে। পরে দরজা খুলে ওই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় রবিউল ইসলাম পালিয়ে যান।
পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য কিছু প্রভাবশালী ব্যক্তি গত রাতে গ্রামে একটি বৈঠকে বসেন। বৈঠকের খবর পেয়ে আদমদীঘির থানার পুলিশ ঘটনাস্থল থেকে রবিউলকে আটক করে।