বগুড়ায় রাতের আধাঁরে কলেজের ঝোপের পাশে নবজাতিকা উদ্ধার

বুধবার রাতে ঝোপের পাশ দিয়ে যাওয়ার সময় সরকারি আজিজুল হক কলেজের ইংরেজী বিভাগের ছাত্র শামীম রেজা ও এমবিএর আব্দুল্লাহ নবজাতকের কান্নার আওয়াজ পেয়ে থমকে দাঁড়ায় । কৌতুহলী হয়ে কাছে যেয়ে তারা দেখতে পায় সদ্যজাত এক কন্যা শিশু পরিত্যক্ত অবস্থায় হাত পা ছুড়ে কাঁদছে । মানবিক দায়িত্ববোধ থেকে তারা জরুরী সেবা সার্ভিস ৯৯৯ এ ফোন করেন । তৎক্ষনাত বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (সার্বিক) এমএম বদিউজ্জামান এর জরুরী বার্তা পেয়ে দ্রুত সেখানে পৌছে যায় পাশ্ববর্তি স্টেডিয়াম ফাঁড়ির পুলিশের একটি দল । এরপর পুলিশ দ্রুত শিশুটিকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত কয়েকজন চিকিৎসক চিকিৎসা সেবায় দ্রুত এগিয়ে আসেন । ফলে শিশুটির জীবন রক্ষা পায়।
ঝোপের মধ্যে পাওয়া শিশুটির যথা সময়ে উদ্ধার ও উদ্ধার পরবর্তি সঠিক চিকিৎসার পর অবস্থা এখন পুরোপরি নিরাপদ বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক । স্বপ্না নামের হাসপাতালে কর্মরত একজন চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটির ঠোট কাটা ছিল ।পরবর্তিতে অস্ত্রপচারের মাধ্যমে তা সারিয়ে তোলা সম্ভব বলে নিশ্চিত করা হয় । শেষ খবর পর্যন্ত ছিলিমপুর পুলিশ ফাঁড়ীর টিএসআই আব্দুল আজিজ মন্ডল সংশ্লিষ্ট চিকিৎসক এর বরাত দিয়ে জানান ,শিশুটি এখন সুস্থ্য আছে।
ইতিমধ্যই শিশুদিকে দত্তক নিতে বেশ কয়েকজন দম্পত্তি জোর আগ্রহ দেখিয়েছেন বলে জানা গেছে। এলাকার ঐতিহাসিক একটি কলেজকে কেন্দ্র করে আশ পাশে সরকারী ও বেসরকারী একাধিক ছাত্রী নিবাস এবং অসংখ্য ছাত্রবাস রয়েছে।
সূত্র -আমাদের সময় ডট কম