ফিচার
বগুড়া জেলার বিমানবন্দর সম্পর্কিত তথ্য, জেনে নিন বিস্তারিত
অবস্থানঃ বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন ও কাহালু উপজেলাধীন মুরইল ইউনিয়নের অংশে এরুলিয়া বিমান বন্দর অবস্থিত। বিমানবন্দরটির উত্তরে দুর্গাবাড়ি গ্রাম, দক্ষিণে পোড়া পাড়া ও লিলাইন গ্রাম; পূর্বে সদর উপজেলার এরুলিয়া ও আমবাড়িয়া গ্রাম; এবং পশ্চিমে বড়মোহর গ্রাম অবস্থিত।
সংক্ষিপ্ত কথাঃ ১২ মার্চ ২০০৫ খ্রিষ্টাব্দে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এবং কাহালু মুরইল ইউনিয়নের ৩০০ একর (৯০০ বিঘা) জমি অধিগ্রহণ করে বগুড়া বিমানবন্দরটি স্থাপিত হয়। বিমানবন্দরটি স্থাপনের এক যুগ পার হলেও চালুকরা সম্ভব হয়নি। বর্তমানে বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। বিমানবন্দরটিকে Short Take of Lansing সংক্ষেপে STOL Airport বলা হয়।
তথ্য সংগ্রহেঃ Golam Zakaria kanak