বগুড়া সদর উপজেলা
কলেজের ঝোপ থেকে উদ্ধার হওয়া নবজাতক কার?
শিশুর দায়িত্ব নিতে ইচ্ছুক এক দম্পতি কিন্তু নবজাতকের ঠোঁট কাটা হওয়ায় ফিরে যান তাঁরা

২০ মার্চ বুধবার রাত ১১টায় শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২১ মার্চ বৃহস্পতিবার ঠোঁট ও তালুকাটা শিশুটিকে বিকেলে এসওএস শিশু পল্লীতে পাঠানো হয়। কন্যা এই শিশুটি সুস্থ রয়েছে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার আজিজুল হক বলেন, নবজাতকটি মেয়ে। তার বয়স এক দিন হতে পারে। ওজন আনুমানিক আড়াই কেজি। জন্ম থেকেই তার ঠোঁট ও তালু কাটা। সে সুস্থ রয়েছে। খবর পেয়ে শিশুর দায়িত্ব নিতে ইচ্ছুক এক দম্পতি গতকাল সকালে হাসপাতালে আসেন। কিন্তু নবজাতকের ঠোঁট কাটা হওয়ায় তাঁরা ফিরে যান।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের ছাত্র শামীম রেজা এবং বিবিএতে অধ্যয়নরত আব্দুল্লাহ্ ২০ মার্চ বুধবার রাত ১০টার দিকে কলেজের শহীদ মিনারের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশুর কান্নার শব্দ শুনতে পান। এরপর তারা শহীদ মিনারের পাশে জঙ্গলের ভেতরে একটি শিশুকে পড়ে থাকতে দেখেন। এরপর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন।
তিনি বলেন, ‘৯৯৯ থেকে আমাকে ফোন করে নবজাতক শিশু পড়ে থাকার কথা জানানো হয়। এরপর পার্শ্ববর্তী স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজ হাসানকে সেখানে পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিশুটির গায়ে কোনো কাপড় নেই। ওই দুই ছাত্র নিজেদের টি-শার্ট শিশুটির গায়ে জড়িয়ে দেয়। পরে কন্যা শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।