বগুড়া সদর উপজেলা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব পালিত


বৃহস্পতিবার সকাল থেকে বগুড়া শহরের চেলোপাড়া, উত্তর চেলোপাড়া, নব বৃন্দাবনপাড়া, ডালপট্টি, পুলিশ লাইন্স, শহরের নাবাববাড়ি সড়কের বেলতলাসহ বিভিন্ন এলাকায় সনাতন ধর্মের মানুষগুলো দোল উৎসবে তরুণ-তরুণী, নারী শিশুসহ সকল বয়সীরা এই ধর্মের মানুষগুলো একে অপরকে রং ও আবির মাখিয়ে দিয়ে উৎসব করে।


সনানতন ধর্মের অনেকেই এই দিনটিকে ঘিরে বিশেষ প্রার্থনা করে। সকাল থেকে রাত পর্যন্ত নারী পুরুষকে এই উৎসব পালন করতে দেখা যায়। মন্দিরে পূজা পার্বনও করা হয়। কোন কোন মন্দিরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গানের আসর, রাধা কৃষ্ণের পূজা করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button