খেলাধুলাস্পোর্টস আইটেম

উন্মুক্ত শুটিং প্রতিযোগিতা রেজিষ্টেশন ২০১৯ – বগুড়া রাইফেল ক্লাব

বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন(BSSF) এর আওতাধীন, বগুড়া রাইফেল ক্লাব এর উদ্যোগে “২৬শে মার্চ স্বাধীনতা দিবস ২০১৯” উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই বছরেও উন্মুক্ত শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই উন্মুক্ত শুটিং প্রতিযোগিতায় যে কেউ নাম মাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতি বছরে এই প্রতিযোগিতার মাধ্যমে সবার জন্য উন্মুক্ত ভাবে আসল রাইফেল এবং এয়ার রাইফেল বন্দুক চালানোর সুযোগ উন্মোচন করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা এবং নিরাপত্তার বলয়ে এটা অনুষ্ঠিত হয়। যে কোন বয়সের ছেলে মেয়ে এবং ব্যক্তিবর্গ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

বগুড়াতে অবস্থান করছেন এবং ইচ্ছুক তারা প্রতিযোগিতা দেখতে অথবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে ২৬শে মার্চ ২০১৯ সকালে চলে আসতে পারেন বগুড়া পুলিশ লাইন্স এন্ড স্কুলের খেলার মাঠ পার্শ্ববর্তী ফায়ারিং/শুটিং রেঞ্জে। সকলের জন্য সাদর আমন্ত্রণ রইল।

(মটর বাইক নিয়ে আসতে চাইলে অবশ্যই হেলমেট পরিহিত থাকতে হবে) প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে নিম্নোক্ত তথ্যাবলী দেখুন: রেজিষ্টেশনের স্থান: বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর খেলার মাঠ।

রেজিস্ট্রেশনের সময়সীমা: সকাল ০৮:০০ ঘটিকা হইতে ১১:০০ ঘটিকা পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি: .১৭৭ এয়ার রাইফেল বন্দুক = ১০০/- .২২ বোর রাইফেল বন্দুক = ২০০/-

আমাদের আয়োজিত উন্মুক্ত শুটিং প্রতিযোগিতাটি কেমন হয় তার একটি পরিষ্কার ধারণা দেওয়ার জন্য গত বছরের স্থির চিত্র এখানে দেওয়া হল।

এই বিভাগের অন্য খবর

Back to top button