বগুড়া সদর উপজেলা
ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ জামেয়া ইসলামিয়া কাসেমুল উলুম জামিল মাদরাসায় খতমে বোখারি অনুষ্ঠিত

(২৩ মার্চ) শনিবার জোহর নামায পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান আরম্ভ হয়। উপস্থিত ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতারাম মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী দা. বা.। সফর সঙ্গী হিসেবে আছেন, সেন্টার ফর ইসলামিক ইকনোমিক্স-এর সিইউ মুফতি শাহেদ রহমানী। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বগুড়াসহ দুর দুরান্ত থেকে অসংখ্য ওলামায়ে কেরাম ও ছাত্ররা উপস্থিত হয়েছিল।