উপজেলা
বগুড়ায় তালোড়াতে রেল স্টেশনের পশ্চিমে আউটার সিগন্যালের কাছে বধ্যভূমির সন্ধান

পাক হানাদাররা এদেশীয় দোসর-রাজাকারদের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে ধরে আনা মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যার পর রেললাইনের পাশে ওই স্থানে গর্ত খুঁড়ে মাটিচাপা দেয়। প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে পাক হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। এদেশীয় দোসরদের সহায়তায় পাক বাহিনী নিরীহ বাঙালিদের ধরে এনে হত্যার পর ওই বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পার্শে পুঁতে রাখত। এছাড়া বগুড়া সদর ও সান্তাহার এলাকা থেকে অজ্ঞাত বাঙালিদের লাশ ট্রেনের বগিতে করে এনে রেল স্টেশনের পশ্চিম দিকের আউটার সিগন্যালের কাছে রেলাইনের দক্ষিণ পাশের খাদে ফেলে দিত।
পরে পিস কমিটির সদস্যরা (রাজাকার) লাশগুলো গর্ত খুঁড়ে মাটি চাপা দিত। গত ২১ মার্চ তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে বধ্যভূমিতে প্রায় নয় লাখ টাকা ব্যয়ে স্মৃতিসৌধ নির্মাণ কাজের লে-আউট প্রদানকালে তালোড়া রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে আউটার সিগন্যালের দক্ষিণ পাশের ওই বধ্যভূমির সন্ধান পাওয়া যায়।
ওই দিন দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী রবিউল আলম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মকলেছার রহমান, মুক্তিযোদ্ধা এটিএম আমিনুল হক, পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, প্রবীণ সাংবাদিক এম সরওয়ার খান প্রমুখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বধ্যভূমির স্থানটি চিহ্নিত করেন।