বগুড়া সদর উপজেলা
বগুড়ায় প্রায় ২০ হাজার গবাদিপশুর খামারে কর্মরত রয়েছে লক্ষাধিক কর্মচারী
বগুড়ায় গড়ে উঠেছে কয়েক হাজার গবাদিপশুর খামার। এদের অধিকাংশ’র মালিক শিক্ষিত বেকার যুবক। নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে তারা বেছে নিয়েছেন এই পেশা। তবে গো-খাদ্য, ওষুধের অধিক মূল্য এবং কোরবানির সময় ভারত থেকে গরুর অনুপ্রবেশ এর কারণে কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না তারা। প্রাণিসম্পদ কর্মকর্তার মতে, গো-খাদ্যে ভর্তুকি প্রদান, মাংস প্রক্রিয়াজাতকরণ এবং প্রাণিসম্পদ বিভাগে লোকবল বাড়ানো গেলে এই খাতকে আকর্ষণীয় লাভজনক পর্যায়ে নেয়া সম্ভব।
ছোট বড় আকৃতির অনেক গরু বগুড়ার খামার গুলোতে। উন্নত জাতের অল্প বয়সী গুরু কিনে কেউ মোটা তাজা করে বাজারে বিক্রি করছেন। আবার কেউবা বকনা বাছুর কিনে গাভী পর্যন্ত প্রস্তুত করছেন। অনেক বেকার যুবক এই পেশায় জড়িত। গরুর বাজার মূল্য নিশ্চিত হলে এবং সরকার খামারীদের প্রতি বিশেষ নজর দিলে তারা লাভবান হতে পারবেন।