মুক্তিযুদ্ধ বগুড়া
লাখো শহীদের প্রতি শ্রদ্ধায় বগুড়ায় লাখো মোমবাতি প্রজ্জ্বলন আগামী ২৫ মার্চ

মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধায় লাখো মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচি নেয়া হয়েছে। ২৫ মার্চ সোমবার সন্ধ্যা ৭ টায় বগুড়া জেলা পুলিশ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের আয়োজনে ওই কর্মসূচটি পালিত হবে।
সর্বস্তরের মানুষের উপস্থিতিতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ, জেলা স্কুল মাঠ, মাটিডালি সদর উপজেলা চত্বর, টিএমএসএস, এবং বিভিন্ন উপজেলার মধ্যে শাহজাহানপুর উপজেলা চত্বর, শেরপুর, ধুনটের এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, গাবতলীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, সারিয়াকান্দির পাবলিক মাঠ, শিবগঞ্জের মুক্তিযোদ্ধা স্তম্ভ, সোনাতলার শেখ রাসেল স্টেডিয়াম, দুপচাঁচিয়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, আদমদিঘীর আইপিজে স্কুল মাঠ, নন্দীগ্রামের মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠ এবং কাহালুর মডেল স্কুল মাঠে মোমবাতি জ্বালানো হবে ।
কর্মসূচীতে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এডিশনাল আইজি(বাংলাদেশ পুলিশ) মোখলেসুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
সূত্রঃ নিরাপদ নিউজ