আদমদিঘী উপজেলা

আদমদীঘির প্রধান ডাকঘর ভবনের বেহাল অবস্থা


বগুড়ার আদমদীঘি সদরে অবস্থিত প্রায় ৩৫ বছরের পুরাতন প্রধান ডাকঘর এখন নানা স্থানে দেয়ালে বাঁক ও পলেস্টার উঠে ব্যবহারের অযোগ্য এবং ভগ্নদশায় পরিণত হয়ে অফিস ভবনসহ বাসভবনটির অবস্থা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়েছে। আতঙ্কের মধ্যে কাজ করতে হচ্ছে সংশ্লিষ্ট ডাকঘরের কর্মকর্তা ও কর্মচারীদের। বিনষ্ট হতে চলেছে মূল্যবান কাগজপত্র। যে কোনো মুহূর্তে ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। জনসাধারণের চিঠিপত্র আদান-প্রদানসহ পার্সেল পরিবহনে দেশে সরকারি ডাকঘর বা পোস্ট অফিস রয়েছে।


ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার জহির উদ্দিন জানান, বগুড়া বিভাগের ডেপুটি পোস্ট মাস্টারের মাধ্যমে ব্যবহারের অযোগ্য এ প্রধান ডাকঘর ও পোস্ট মাস্টারের বাসভবন পুনঃনির্মাণের জন্য আবেদন করা হয়েছে। সম্প্রতি ডাকঘর নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button