বগুড়া সদর উপজেলাবগুড়ার ইতিহাসশিক্ষা প্রতিষ্ঠান

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (ভি,এম স্কুল) এর ইতিহাস

করতোয়া বিধৌত উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত শিল্পের শহর বগুড়ার প্রাণকেন্র সাতমাথা থেকে মাত্র ২০০ মিটার পূর্বে অবস্থিত বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাজশাহী শিক্ষা বোর্ড তথা সারা বাংলাদেশের সুপরিচিত একটি স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান । ইতিহাস: ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে হিন্দু, মুসলিম এবং ব্রহ্মা সমাজের গণ্যমান্য মানুষের উদ্যোগে ১৮৬৯ সালে নবাব আলতাফ আলী প্রাসাদের দক্ষিণে ৯৬ শতাংশ জায়গার উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে মহারাণী ভিক্টোরিয়া এর ভারত সফরকে স্মরনীয় করে রাখতে এর নাম রাখা হয় ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্লস স্কুল’। শুরুরদিকে মাত্র ৩ জন ছাত্রী নিয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৬২ সালে বিদ্যালয়টিকে সরকারী করণের মাধ্যমে প্রতিষ্ঠাকালীন নামটি পরিবর্তন করে ‘বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়’ করা হয়। যদিও অনেকে এখনো এই বিদ্যালয়টিকে ‘ভি এম স্কুল’ (ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংক্ষিপ্ত রূপ) নামেই চেনে। বিদ্যালয়টিতে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ক্যাম্প স্থাপন করে। মহান মুক্তিযুদ্ধে পরাজয় সুনিশ্চিত জেনে হানাদার বাহিনী বিদ্যালয়টিতে অগ্নি সংযোগ করে। এতে বিদ্যালয়েল অতীতের সমস্ত কাগজপত্র পুড়ে যায়। ফলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনেক ঘটনার দলিল চিরদিনের জন্য হারিয়ে যায়। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ২১০০ ছাত্রী পড়াশুনা করছে।

মাত্র 0.৮৮২৫ একর জমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে মাত্র তিন(৩) জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে দুই সহস্রাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত । প্রধান শিক্ষিকা, দুইজন সহকারী প্রধান শিক্ষক ছাড়াও ৫০ জন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী এবং ১২ জন সহায়ক কর্মচারি রয়েছে এ প্রতিষ্ঠাটিতে। রয়েছে সহস্রাধিক পুস্তক সমৃদ্ধ পাঠাগার-যাতে দৈনিক ও মাসিক পত্রিকা পাঠের সুযোগ । ২৩ টি ডেক্সটপ ও ১৪ টি ল্যাপটপে সুসজ্জিত কম্পিউটার ল্যাব । বিজ্ঞান বিভাগের ছাত্রিদের হাতে কলমে শিক্ষার জন্য আছে পদার্থ বিজ্ঞান,রসায়ণ , জীবিজ্ঞান ,কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান ল্যাব । রয়েছে আধুনিক যন্ত্রে সুসজ্জিত ব্যামাগার এবং মালর্টিমিডিয়া ক্লাশরুম ।

ফেসবুক থেকে সংগৃহিত ।

এই বিভাগের অন্য খবর

Back to top button