বগুড়া সদর উপজেলা

বগুড়ার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মাদ্রাসাছাত্রীর অনশন



বগুড়ার সোনাতলা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক মাদ্রাসাছাত্রী (১৬)।আজ বুধবার দুপুর ১২টার দিকে সে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়।


ওই মাদ্রাসাছাত্রী জানায়, একই গ্রামের শামীম হোসেনের (২২) সঙ্গে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল ওই মাদ্রাসাছাত্রীর। এর এক পর্যায়ে বিয়ের প্রলোভনে শামীম তাকে নিয়ে বিভিন্নস্থানে রাত্রিযাপন করেন। কিন্তু সম্প্রতি ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকার করছেন শামীম।তাই ওই ছাত্রী নিরুপায় হয়ে অনশন শুরু করেছে।


দিগদাইড় ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দিন প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button