বগুড়া সদর উপজেলা
বগুড়ায় প্রেমিকের বাড়িতে গ্যাস ট্যাবলেট হাতে প্রেমিকার অনশন
![](https://boguralive.com/wp-content/uploads/2019/03/received_397278341091990.jpeg)
বগুড়ায় বিয়ের দাবিতে গ্যাস ট্যাবলেট হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেলার শেরপুর উপজেলার খামারকান্দী ইউনিয়নের পারভবানীপুর পশ্চিম পাড়া গ্রামের শাকিল আহমেদ একই গ্রামের ঐ তরুণীর সাথে গত দেড় বছর ধরে প্রেম করে আসছেন। বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার সাথে দৈহিক সম্পর্কও করেছেন তিনি।
এদিকে শাকিলের পরিবার ওই সম্পর্ক মেনে নেয়নি। ফলে ২৯ মার্চ অন্য জায়গায় শাকিলের বিয়ে ঠিক করে তার পরিবার। ওই তরুণী এই কথা জানতে পেরে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে গ্যাস ট্যাবলেট হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিক শাকিলের ঘরে ওঠেন। প্রেমিকা ঘরে ওঠার খবর শুনে শাকিল বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
এ ব্যাপারে এই প্রেমিকা সাংবাদিকদের জানান, বিয়ে না হওয়া পর্যন্ত এই বাড়ি ছাড়বেন না তিনি। তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, এ ব্যাপারে মেয়েটি অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।