শাজাহানপুর উপজেলা
বগুড়ার শাজাহানপুরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন এন্ড এন্টারপ্রাইজেজ (পিএসিই) প্রকল্পের আওতায় নিরাপদ পদ্ধতিতে সাধারণ ও উচ্চমূল্যের সবজি চাষের মাধ্যমে কৃষকের আয়বৃদ্ধিকরণ শীর্ষক উপ-প্রকল্পের প্রশিক্ষিত কৃষকদের দ্বারা উৎপাদিত সবজি বাজারজাতকরণের লক্ষ্যে এই নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের (আউটলেট) আত্মপ্রকাশ ঘটে।
আজ বুধবার দুপুরে উপজেলার বি-ব্লক ক্যান্টনমেন্ট কাঁচাবাজারে আরিফ সবজি ঘর নামের এই নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএস এর পরিচালক (এইচইম ওপি-২) মোঃ রেজাউল করিম।
বিক্রয় কেন্দ্রের উদ্বোধনপূর্বক স্থানীয় কৃষক, সবজি ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ সবজি উৎপাদন ও সুফল সম্পর্কে আলোকপাত করা হয়।
বি-ব্লক কাঁচাবাজার পরিচালনা কমিটির সভাপতি গাজিউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিএমএসএস এর পরামর্শক (এসএমই) নঈম চৌধুরী, য্গ্মু পরিচালক (ইএনটিপি) সাজ্জাদুর রহমান, কৃষিবিদ মাহমুদুল হাছান, জোন প্রধান মাছুদুর রহমান, অঞ্চল প্রধান জাহেদুর রহমান, শাখা প্রধান লিটন তালুকদার, খোরশেদ আলম, আব্দুল মালেক, বাজার সমিতির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, নিরাপদ সবজি উৎপাদনকারী কৃষক আব্দুল মজিদ, আব্দুল মান্নান, আব্দুল মতিন প্রমুখ।
টিএমএসএস ও পিএসিই প্রকল্প সূত্রে জানা যায়, বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার তিনটি শাখা অফিসের মাধ্যমে পাঁচ হাজার জন কৃষককে প্রকল্পের আওতায় নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি চাষিদেরকে তাদের উৎপাদিত সবজি বাজারজাতকরণে সহায়তা করা হচ্ছে। চলতি অর্থবছরে মোট চারটি বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। পরবর্তিতে পর্যায়ক্রমে অধিক সংখ্যক কৃষকদের প্রশিক্ষণ ও বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে।