আদমদিঘী উপজেলা

আদমদিঘী উপজেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য

বগুড়া জেলা সদর থেকে পশ্চিমে ৩৫ কিলোমিটার দূরে এবং ভৌগলিক ২৪.৪৩ ও ২৪.৫২ অক্ষাংশ এবং ৮৮.৫৮ ও ৮৯.১০ দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে আদমদীঘি উপজেলার অবস্থান।

এই উপজেলার উত্তরে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা, দক্ষিণে নওগাঁ জেলার রানীনগর থানা, পূর্বে বগুড়া জেলার দুপচাঁচিয়া, কাহালু ও নন্দীগ্রাম উপজেলা এবং পশ্চিমে নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলা দ্বারা পরিবেষ্টিত।

আদমদীঘি উপজেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য উদ্বৃত্ত এলাকা। মাদুর শিল্পের জন্য এই উপজেলা প্রসিদ্ধ। এই উপজেলার নশরতপুর ইউনিয়নে শাঁওইল বাজার তাঁত শিল্পের জন্য বিখ্যাত।আদমদীঘি উপজেলা মৎস্য চাষের জন্য বিখ্যাত। এ উপজেলার মৎস্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার মৎস্য ঘাটতি পূরণ করে।

নামকরণের ইতিহাসঃ হযরত বাবা আদম (রঃ) এর পূণ্য স্মৃতি বিজড়িত এ আদমদীঘি উপজেলা। ইতিহাস থেকে জানা যায় রাজা বল্লাল সেনের রাজত্বকালে উক্ত সুফি সাধক এর শুভ পদার্পণ ঘটে। তিনি এ অঞ্চলে দীর্ঘকাল অবস্থান করেন এবং ইসলাম প্রচারের সাথে সাথে জনকল্যাণে বৃহদাকার দীঘি খনন করেন। হযরত বাবা আদম (রঃ) এর খননকৃত দীঘির নাম অনুসারে এ অঞ্চল পরবর্তীতে ‘‘আদমদীঘি’’ নামে পরিচিতি লাভ করে। নাটোরের মহারাজার মহিয়সী পত্নী রানী ভবানীর জন্মস্থান এ আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামে।

আদমদীঘি উপজেলার প্রশাসনিক ইতিহাসঃবগুড়া জেলা গঠিত হওয়ার পূর্বে আদমদীঘি থানা রাজশাহী জেলার অন্তভূক্ত ছিল। ১৮২১ খ্রিষ্টাব্দে বগুড়া জেলা প্রতিষ্ঠিত হলে রাজশাহী জেলা হতে আদমদীঘি থানা বিভক্ত করতঃ বগুড়া জেলা গঠিত হয়। ১৯৮৪ খ্রিষ্টাব্দে উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।

প্রসিদ্ধ স্থানঃআদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে রানী ভবানীর জন্মস্থান এবং রাজবাড়ি। রাজ বাড়িটি প্রাচীনতম একটি অট্টালিকা যার ধংশাবশেষ এখনও বিদ্যমান।
শিক্ষা প্রতিষ্ঠানঃকলেজ- ২টি১.নসরতপুর ডিগ্রী কলেজ। ২.আদমদীঘি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়।

কাড়িগড়ি কলেজ- ১ টি। সান্তাহার টেকনিক্যাল এ্যান্ড বিজনে ম্যানেজমেন্ট কলেজ।

  • মাদ্রাসা- ৫ টি
  • ১.রামপুরা দাখিল মাদ্রাসা।
  • ২.আদমদীঘি আদমিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা।
  • ৩. রামপুরা দাখিল মাদ্রাসা
  • ৪.চাটখইর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা।
  • ৫.ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকীয়া দাখিল মাদরাসা।
  • মাধ্যমিক বিদ্যালয়।
  • ১.আদমদীঘি আই. পি. জে পাইলট উচ্চ বিদ্যালয়।
  • ২.বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়।
  • ৩.উথরাইল উচ্চ বিদ্যালয় ।
  • ৪.ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয়।
  • ৫.ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয়।
  • ৬.কদমা উচ্চ বিদ্যালয়।
  • ৭.শাওল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়।।
  • প্রাথমিক বিদ্যালয়- ২৮ টি
  • ১.কাশিমিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ২.ছাতনী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ৩.ঢেকড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ৪.দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ৫.কোলাদীঘি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ৬.সাওইল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ৭.চকজান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ।
  • ৮.সান্দিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • ৯.উথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • ১০.চাটখইর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ১১.ডুমরীগ্রাম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ১২.ধনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
  • ১৩. পুশিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ১৪. মুরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ১৫. দেলুঞ্জ-সরকারী প্রাথামিক বিদ্যালয়।
  • ১৬.খারিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
  • ১৭. লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ১৮.সুদিন সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ১৯.আদমদীঘি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ২০.ডহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
  • ২১.জিনইর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ২২.কুসুম্বী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ২৩. করজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
  • ২৪. কেসরতা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ২৫. কদমা রেজিঃ বে সরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ২৬.জোরপুকুরিয়া রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।
  • ২৭.পাইকপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়।
  • ২৮.বিনাহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

writer: Golam Zakaria Kanak

এই বিভাগের অন্য খবর

Back to top button