ধুনট উপজেলা

টিএমএসএস এর উদ্যোগে ধুনটে দরিদ্র ২ নারীকে কর্মসংস্থানের সহায়তা

বগুড়ার ধুনট পৌর এলাকায় (টিএমএসএস)এর উদ্যোগে ইউপিপি উজ্জীবিত প্রকল্পের অর্থায়নে দুস্থ ২ নারীর কর্মসংস্থান সৃষ্টির জন্য সহায়তা করা হয়েছে। উল্লেখ্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ধুনট পৌর এলাকার সদরপাড়ার মোহাম্মাদ আলীর স্ত্রী কহিনুর খাতুনকে একটি সেলাই মেশিন এবং পশ্চিম ভরশাহী গ্রামের মোকছেদ মন্ডলের মেয়েকে পুঁজিসহ দোকানঘর নির্মান করে দিয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টিএমএসএস ধুনট শাখা কার্যালয়ে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌর কাউন্সিলর ফরিদ উদ্দিন, রেনুকা খাতুন, টিএমএসএস ধুনট অঞ্চলের আঞ্চলিক প্রধান আফজাল হোসেন, শাখা প্রধান নূর মোহাম্মদ, প্রোগ্রাম কর্মকর্তা (সোশ্যাল) মোরশেদা হক মুকুট মনি, টেকনিক্যাল রাহাদ বাসাদ প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button