বগুড়া লাইভ - আপডেট
টিএমএসএস মেঠোসুর সঙ্গীত শিল্পী অন্বেষণ ২য় রাউন্ডে ১৪ জন
টিএমএসএস মেঠো সুর সঙ্গীত শিল্পী অন্বেষণ কার্যক্রমের ১ম রাউন্ডের ৮ম দিনে ‘‘তুমি গায়ক’’ কার্ড পেয়ে দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন ১৪ জন শিল্পী। বগুড়ার ঠেঙ্গামারাস্থ মম ইন বিনোদন পার্ক বগুড়ায় উন্মুক্ত মঞ্চে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএস পরামর্শক ও সাবেক যুগ্ম সচিব মোঃ নাজমুল হক, টিএমএসএস এর আজীবন সদস্য ইমদাদুল হক চৌধুরী, ড. এনামুল হক, আর্ট এন্ড কালচারাল একাডেমি টিএমএসএস‘র কিউরেটর মোঃ নজরুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী। প্রতিযোগিতায় ‘‘তুমি গায়ক’’ কার্ড পেয়ে নির্বাচিত ১৪ জন শিল্পীকে ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য ২৫ জানুয়ারি ২০১৯ থেকে শুরু হয়ে এ পর্যন্ত ৪০০ জন প্রতিযোগীর মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৩৪ জন শিল্পী ‘তুমি গায়ক’ কার্ড পেয়ে ২য় রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন। ১ম রাউন্ডের ৯ম দিনের প্রতিযোগিতা আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
খবর বিজ্ঞপ্তির