দুপচাঁচিয়া উপজেলা সম্পর্কে বিস্তারিত তথ্য
দুপচাঁচিয়া উপজেলার উত্তরে- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা, দক্ষিণে আদমদীঘি উপজেলা ও কাহালু উপজেলা, পুর্বে-জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা ও কাহালু উপজেলা, পশ্চিমে-জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা ও আদমদীঘি উপজেলা অবস্থিত।
দুপচাঁচিয়া নামকরনের ইতিকথাঃদুপচাঁচিয়া” উপজেলার নামকরনের সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায় না। একাধিক জনশ্রুতি হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে “দুপচাঁচিয়া” নামকরনের ইতিকথা নিন্মরুপঃ স্থানীয় জনসাধরনের একটি অংশের ভাষ্যমতে, একসময় অত্রাঞ্চলে প্রচুর “ধুপ” উৎপন্ন হত, সেই “ধুপ” হতেই “ধুপচাঁচিয়া” নামের সৃষ্টি। অপর একটি অংশের ভাষ্যমতে, এককালে হিন্দু অধ্যুষিত এলাকা হিসাবে প্রচুর অত্রাঞ্চলে ধোপা শ্রেণির লোক বাস করত । এই ধোপা শ্রেণির লোকের নামানুসারে অত্রাঞ্চলের ধোপচাঁচিয়া নামকরণ করা হয়।এছাড়াও একটি অংশের ভাষ্যমতে জানা জায় অত্রাঞ্চলে একসময় “ধূপছায়া” নামে একধরনের শাড়ি পাওয়া প্রস্তুত করা হত । যা দেশে বিদেশে অনেক বিখ্যাত ছিল। সেই “ধূপছায়া” হতে “ধুপচাঁচিয়া” নামের উৎপত্তি, যা পরবর্তীতে “দুপচাঁচিয়াতে” পরিবর্তীত হয়।
দুপচাঁচিয়া পৌরসভা ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে। যা নয়টি ওয়ার্ড ও আটত্রিশটি মহল্লার সমন্বয়ে গঠিত। দুপচাঁচিয়া পৌরসভা ছাড়াও তালোড়া পৌরসভা নামে আরও আরও একটি পৌরসভা ২০১২ সালে গঠিত হয়। এছারাও এই উপজেলার অন্তর্গত ৬ টি ইউনিয়ন, ১১৫ টি মৌজা এবং ২৩০ টি গ্রাম আছে। পোস্ট অফিস আছে ১১ টি।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দুপচাঁচিয়া উপজেলার মোট জনসংখ্যা ৪,৪৬,২৬৩ জন। যার ১,৬০,৮৯৪ জন পুরুষ ও ১৭৯,২৯০ জন নারী। প্রতি কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৯৯০ জন। দুপচাঁচিয়া উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৬৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ৮১৯ জন ও মহিলা ভোটার ৬৩ হাজার ৮৭০ জন।বগুড়া সদর থেকে দুপচাঁচিয়া উপজেলা সদরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এর মোট আয়তন ১৬২.৪৫ বর্গ কিলোমিটার এবং দুপচাঁচিয়া পৌরসভার আয়তন প্রায় ১০.৯৩ বর্গ কিলোমিটার। এর পূর্ব পাশ দিয়ে নাগর নদী বয়ে গেছে। দুপচাঁচিয়া বগুড়া জেলার অন্যতম বড় একটি উপজেলা।
দুপচাঁচিয়া পুলিশ থানার কার্যক্রম ১৮৮০ সালে শুরু হয়। দুপচাঁচিয়া থানাটি ১৯৮৩ সালের ১২ ডিসেম্বর বগুড়া জেলার মধ্যে প্রথম পর্যায়ে উপজেলায় উন্নীত হয়। পরবর্তীতে ২০০০ সালের ২০ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রলায়ের আদেশ বলে দুপচাঁচিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
- দুপচাঁচিয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানঃ প্রাথমিক বিদ্যালয় আছে ৮৪ টি মাধ্যমিক বিদ্যালয় আছে ২৬ টি, মাদ্রাসা আছে ২৬ টি, কলেজ আছে ৮ টি। দুপচাঁচিয়াতে বর্তমানে শিক্ষার হার ৫৬.৫%।
- ০১. দুপচাচিয়া মডেল উচ্চ বিদ্যালয়।
- ০২. বেড়ুঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।
- ০৩. চৌমুহানী আদর্শ উচ্চ বিদ্যালয়।
- ০৪. গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়
- ০৫. মথুরাপুর উচ্চ বিদ্যালয়।
- ০৬. করমজী উচ্চ বিদ্যালয় ।
- ০৭. আলতাফনগর খিহালী মোঃ আলী উচ্চ বিদ্যালয়
- ০৮.সাহার পুকুর বালিকা উচ্চ বিদ্যালয়
- ০৯. আশুঞ্জা বানিয়াদিঘী (এ,বি) উচ্চ বিদ্যালয়
- ১০. তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়।
- ১১. তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়
- ১২ ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ।
- ১৩. দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয়।
- ১৪.কোল গ্রাম উচ্চ-বিদ্যালয় ।
- ১৫.জিয়ানগর বালিকা উচ্চ বিদ্যালয় ।
- ১৬. তালুচ ও এইচ কে এম উচ্চ বিদ্যালয় ।
writer: Golam Zakaria Kanak