ধুনট উপজেলা

ধুনটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য নিহত


বুধবার (২৭ মার্চ) রাত দেড়টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে আহসান হাবিব জেবু (২৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।


নিহত পুলিশ সদস্য সিরাগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি গ্রামের আব্দুল খালেক সরকারের ছেলে। ধুনট উপজেলার বানিয়াজান গ্রামের ইসমাইল হোসেন নামে এক বন্ধুর বিয়ে উপলক্ষে ২৬ মার্চ ১২ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। বুধবার দুপুরের দিকে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে নিমগাছি ইউনিয়নের সোনাহাটা গ্রামে যান। সেখান থেকে রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে আহসান হাবিব তাঁর বন্ধু ইসমাইল হোসেনের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফকিরপাড়া গ্রামের মোড়ে অসাবধানতাবশত তাঁর মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিনি আহত হন।


এ সময় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button