বগুড়া সদর উপজেলা

বগুড়ায় মম ইন ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

বগুড়া হোটেল মম ইন এর সৌজন্যে বগুড়া গল্ফ ক্লাবে ২২,২৩, এবং ২৬ মার্চ মম ইন ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে দেশের বিভিন্ন গল্ফ ক্লাবের উল্লেখযোগ্য সংখ্যক গল্ফার অংশ গ্রহণ করেন।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ সাইফুল আলম এসইউপি, এডব্লিউসি, পিএসসি। এ ছাড়াও সামরিক ও অসামরিক উর্দ্ধতন কর্মকর্তাসহ টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, মম ইন এর ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার উপস্থিত ছিলেন

এই বিভাগের অন্য খবর

Back to top button