বিশ্ব নাট্য দিবস উদযাপিত, বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটার
বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের আয়োজনে ২৭ মার্চ বুধবার সন্ধ্যা ৬ টায় বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বগুড়া থিয়েটার অঙ্গনে বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটার এর আয়োজনে সেলিম আল দীন মুক্ত মঞ্চে গান, কথা, নাটক মঞ্চায়নের মাধ্যমে দিয়ে দিবসটি উদযাপন করা হয় ।
বেলা তখন ডুবুডুবু, মঞ্চের উপর ডাল বিছানো পাকুড় গাছে ঘরে ফেরা পাখি এসে বসে যেনো ক্লান্তি জুড়িয়ে নিচ্ছে। তার নীচে মুক্ত মঞ্চে নাট্যকর্মী বাপ্পী গান ধরেছিল আহা কি আনন্দ আকাশে বাতাসে। উপস্থিত নাট্যকর্মীরা হাতে তালি দিয়ে সমস্বরে গলা মেলায় সবাই। এরপর উপস্থিত নাট্যজনদের মধ্য থেকে নাট্যজন খলিলুর রহমান চৌধুরী, পলাশ খন্দকার, মির্জা আহসানুল হক দুলাল, আবু সাঈদ সিদ্দিকী, সুপিন বর্মন, সবুজ চন্দ্র, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দৌলতুজ্জামান দৌলত, মতিয়ার রহমান, আতিকুর রহমান মিঠু শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রধান আলোচক তৌফিক হাসান ময়না শুভেচ্ছা জানান সকল নাট্য কর্মীকে তার স্বাগত বক্তব্যে। তিনি বলেন, বর্তমান সময়ে আরো বেশি করে তরুনদের থিয়েটারে যুক্ত হয়ে থিয়েটার চর্চার মাধ্যমে নিজেদের শানিত করতে হবে। আলোচনা সভার সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ রাজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসমান গণি। আলোচনা সভা শেষে বগুড়া থিয়েটারের কালজয়ী পুরাতন নাটক গুলি পুনরায় আবারো মঞ্চে ফেরানোর আহ্বান জানিয়ে কৈবর্ত বিদ্রোহ নাটক থেকে অংশ বিশেষ অভিনয় করেন নাট্যকর্মী অলক পাল। এরপর কলেজ থিয়েটার মুক্তমঞ্চে মঞ্চায়ন করে মুনীর চৌধুরী রচিত ও তৌফিক হাসান ময়না নির্দেশিত নাটক কবর।
উল্লেখ্য, বিশ্ব নাট্যদিবস উপলক্ষে বগুড়া থিয়েটারের সেলিম আল দীন মুক্ত মঞ্চে এটিই ছিল প্রথমবারের মত নাটক মঞ্চায়ন।