বগুড়ায় মশার কামড়ে অতিষ্ঠ মানুষ, ঔষুধে কাজ হচ্ছে না
বগুড়া শহরে মশার উপদ্রব বেড়ে গেছে। শহরবাসীর অনেকেই দিনের বেলায়ও মশারি টাঙিয়ে মশার কামড় থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন।
‘মশার অত্যাচারে ঘরে-বাইরে কোথাও টেকা যাচ্ছে না। দিনের বেলায়ও মশারি টাঙিয়ে ঘুমাতে হয়। রাতে তো বসে বা দাঁড়িয়ে থাকা আরও কঠিন। ছোট ছেলেমেয়েদের কষ্ট আরও বেশি। আগে কখনো এত মশার অত্যাচার হয়নি। অতিষ্ঠ হলেও মশা নিধনে পৌরসভার কোনো তৎপরতা নেই।’
সরেজমিন পৌরসভার বাদুরতলা, চেলোপাড়ান, চকসূত্রাপুর, মালতিনগর, নিশিন্দারা, আটাপাড়া, ফুলতলা, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, নর্দমাগুলো ময়লা-আবর্জনায় ভরা। নর্দমার পানির ওপর মশা ভনভন করছে। এ ছাড়া বেশ কিছু ডোবাও ময়লা-আবর্জনায় ভরা।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, ‘এ বছর একবার ওষুধ ছিটানোর জন্য পৌর কমিশনারদের বরাদ্দ দেওয়া হয়েছে। শহরে মশার উৎপাত বাড়লে লেখালেখি হলে মশার ওষুধ ছিটানো হয়। বাজেট যা থাকে, তার মধ্যেই কাজ করতে হয়। আমরা বরাদ্দ বাড়াতে চেষ্টা করছি।’