বৃহস্পতিবার বিকাল ৪ টায় একুশে পদকপ্রাপ্ত কালজয়ী বরেণ্য কণ্ঠশিল্পী খুরশীদ আলম এর সাথে এক প্রাণোজ্জ্বল আড্ডায় মেতে ওঠে বগুড়া প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।
বগুড়া প্রথম আলো কার্যালয়ে এ আয়োজনে উপস্থিত ছিলেন আরেক জন খ্যাতিমান গুণী কণ্ঠশিল্পী শওকত হায়াত খান। আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, প্রথম আলো বগুড়া নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ, প্রতিনিধি খোরশেদ আলম, প্রথম আলো বগুড়া বন্ধুসভার সভাপতি জিয়াউল ইসলাম প্লাবন, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে গুণী শিল্পী মো.খুরশীদ আলম ও মো. শওকত হায়াত খান তাদের শৈশব ও জীবনের বিভিন্ন স্মৃতিময় অভিজ্ঞতা ব্যক্ত করেন। তারা বৃহত্তর বগুড়ার সকল বরেণ্য শিল্পী, সুরকার, গীতিকার, চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে আলোচনা করেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অতিথিদের পাশাপাশি সংগীত পরিবেশন করেন বগুড়া বন্ধুসভার সাহিত্যে বিষয়ক সম্পাদক সাবরিন সামান্তা।সব শেষে অতিথিদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন বগুড়া বন্ধুসভার বন্ধুরা।